শর্তাবলীTerms & Condition  


PropertyBikroy.com  a concern  of  Property Bikroy Ltd.    একটি সেবা কর্তৃক কিছু  শর্তাবলী রয়েছে আশাকরি  ওয়েবসাইট ব্যবহার করার সময়কাল শর্তাবলী সম্পর্কে অবগত হবেন। আমাদের ওয়েবসাইট এ বিজ্ঞাপন দেয়ার জন্য বিষয়বস্তু, লেখা, ছবি, পোস্ট করার সময় সকল আইনকানুন মেনে চলার দায়িত্ব পোষ্টদাতা ওব্যবহারকারীদের উপর। কোন তথ্য  বেআইনি হলে এবং  মিথ্যাচার  তথ্য থাকলে PropertyBikroy.com. এবং Property Source  Ltd. দায়ী নয়।

এখানে উল্লেখ্য যে ব্যবহারকারীগণ এই নিশ্চয়তা প্রদান করেন যে, বিজ্ঞাপনের বিষয়বস্তু কোনো  অধিকার এবং কোনো ব্যক্তি বা সত্তার অন্য কোনো অধিকার লঙ্ঘন করে না , ব্যবহারকারীগণ আরো সম্মতি প্রদান করেন যে, এই সেবা  গ্রহণের কারনে উদ্ভূত সকল বাধ্যবাধকতা, দায়- দায়িত্ব এবং দাবি থেকে PropertyBikroy.com তথা  Property Source  Ltd. সম্পূর্ণভাবে দায় মুক্ত। পোস্ট দাতারা সম্মতি প্রদান করেন যে, তাদের পোস্ট কৃত সকল তথ্য বিষয়বস্তু PropertyBikroy.com-এর শর্তাবলী  অনুযায়ী মেনে  উপস্থাপন করা যেতে পারে।

Propertybikroy.com এর অনুমতি ছাড়া কোন তথ্য  নকল করা যাবে না । জলছাপ ব্যবহার পোস্ট কারীর অনুমতি ছাড়া অন্য কোথাও  ব্যবহার করা যাবে না । PropertyBikroy.com এ দুই ধরনের ব্যবহারকারী রয়েছে । সাধারণ ও সদস্য ব্যবহারকারী । সাধারণ ব্যবহারকারীগণ সর্বোচ্চ দুটি পোস্ট করতে পারবেন  আর সদস্য ব্যবহারকারীগণ সর্বোচ্চ পঁচিশ টি পোস্ট করতে পারবেন।  আর কোন সদস্য এর আরো বেশি পোস্ট দরকার হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করে তা বাড়ানোর সুযোগ থাকবে । সদস্য ব্যবহারকারীগণ নির্দিষ্ট ফি পরিশোধ করে পোস্ট দিতে পারবেন।

PropertyBikroy.com. এবং Property Bikroy Ltd. যে কোন সম  শর্তাবলী পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করে।   যে কোন শর্তাবলী  পরিবর্তন কার্যকর  হবে PropertyBikroy.com-এ প্রকাশিত হওয়ার পর ।  পরিবর্তন  পর্যালোচনা করার জন্য আপনি বদ্ধপরিকর। PropertyBikroy.com-এ আপনার  এর ব্যবহারের ফলাফলসমূ  হিসেবে পরিবর্তিত শর্তাবলীতে আপনার সম্মতি রয়েছে বলে  আমাদের কাছে বিবেচিত  হবে।


বিধি - নিষেধ   পরামর্শ : 

 
লেনদেন সংক্রান্ত

• আর্থিক লেনদেন যথা সম্ভব নিজের পরিচিত স্থানে বা নিজের এলাকায় করার চেষ্টা করুন।
   এবং সাথে পরিচিত একাধিক জন থাকুন। নির্জন স্থানে কোন প্রকার মিটিং করা থেকে বিরত থাকুন।
• লেনদেন করার সময় সতর্কতার সাথে কাগজপত্র যাচাই করে নিন।
• চুক্তি সাক্ষর ও অর্থ লেনদেন একই সময় করুন।
• কোন ডিল ফাইনাল করার আগে ভালোভাবে যাচাই-বাছাই করে নিন। প্রপার্টির মূল্য নিয়ে সন্দেহ হলে তা যাচাই করুন  ।
• লেনদেনের সময় আপনার এ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য বিক্রেতাকে দেয়া থেকে বিরত থাকুন।
• বিক্রেতারা যথাসম্ভব পে অর্ডার অথবা বিক্রেতার সুবিধা অনুযায়ী লেনদেন করুন। অর্থ লেনদেন করে নিশ্চিত করে প্রপার্টি হস্তান্তর করুন।
• শুধু মাত্র প্রপার্টি ক্রয়-বিক্রয় সংক্রান্ত তথ্য বাদে নিজেদের ব্যক্তিগত তথ্য আদান-প্রদান থেকে বিরত থাকুন।

জালিয়াতি সংক্রান্ত সতর্কতা
• কোন লেনদেনের সময় সন্দেজনক কিছু মনে হলে অবশ্যই আমাদের জানাবেন।
• নিরাপত্তার জন্য প্রতিপক্ষের NID কার্ডের ফটোকপি সংগ্রহে রাখবেন।
• কোন প্রকার লেনদেন ও কাগজপত্র যাচাইয়ের কাজ অনলাইনে করা থেকে বিরত থাকুন।
• শতভাগ নিশ্চিত না হয়ে কোন প্রকার ডিল ফাইনাল করবেন না।
• সতর্ক ভাবে স্প্যাম এড়িয়ে চলুন।
• সাইটে উল্লেখিত মূল্যের চেয়ে অতিরিক্ত কোন প্রকার ফি বা মূল্য ক্রেতারা প্রদান করবেন না। যদি কোন বিক্রেতা উল্লেখিত মূল্যের চেয়ে বেশি মূল্য বা কোন প্রকার সার্ভিস চার্জ আদায়ের চেষ্টা করে, তবে আমাদের তা অবগত করুন।

নিরাপত্তা ব্যবস্থা

• বিজ্ঞাপনের পোস্টে ব্যক্তিগত তথ্য দেয়া থেকে বিরত থাকুন।
• স্প্যাম পোস্ট করা থেকে বিরত থাকুন। অন্যথায় আইডি ব্যান করা হবে।
• প্রতারকদের জন্য কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
• আমাদের সাইট নিয়মিতভাবে অনলাইন সিকিউরিটির বিষয়ে সক্রিয় নজরদারিতে থাকে।
তারপরও যদি কোন প্রকার প্রতারণার শিকার হয়ে থাকেন,  তাৎক্ষনিকভাবে নিকটবর্তী স্থানীয় থানাতেও যোগাযোগ করতে পারেন।